এডি সায়েন্টিফিক ইনডেক্সে স্থান পাওয়া বশেফমুবিপ্রবির উপাচার্যসহ ১৪ শিক্ষক-গবেষককে সম্মাননা প্রদান

 প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ০৫:০৩ অপরাহ্ন   |   শিক্ষা

এডি সায়েন্টিফিক ইনডেক্সে স্থান পাওয়া বশেফমুবিপ্রবির উপাচার্যসহ ১৪ শিক্ষক-গবেষককে সম্মাননা প্রদান


মোঃ সাদেকুল ইসলাম সাকিব (বশেফমুবিপ্রবি): 



অ্যালপার ডজার (এডি) সায়েন্টফিক ইনডেক্স-২০২৩ এ স্থান পাওয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) শিক্ষক-গবেষকদের সম্মাননা দেয়া হয়েছে।


বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১০.৩০ টায় কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খানসহ ১৩ জন শিক্ষক/গবেষককে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় উপাচার্য সম্মাননাপ্রাপ্তদের হাতে স্মারক, সনদ ও প্রাইজ মানি তুলে দেন।


তালিকা অনুযায়ী সম্মাননাপ্রাপ্ত শিক্ষকবৃন্দ হলেন- ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল হাছান, ইইই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রাশিদুল ইসলাম, প্রভাষক (পদার্থ বিদ্যা) সুজন কুমার মিত্র, গণিত বিভাগের সহকারী অধ্যাপক রিপন রায়, ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আরিফুল হক, মো. সাইফুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক মো. হুমায়ন কবির, ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. ফখরুল ইসলাম, সিএসই বিভাগের প্রভাষক মোহাম্মদ হাসান, গণিত বিভগের সহকারী অধ্যাপক ড. মুহম্মদ শাহজালাল, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুল হোসেন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রাশেদুল ইসলাম ও ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক সুমিত কুমার পাল।


সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান বলেন, গবেষণা দীর্ঘ পরিশ্রমের কাজ, ধৈর্যেরও বটে। তবে দৃঢ় মনোভাব নিয়ে লেগে থাকলে এ কাজে সফল হওয়া সম্ভব। গবেষণার শুরুতেই যেন কেউ হাল না ছেড়ে দেয়, বরং নিজের ভুল থেকে শিখে বারবার চেষ্টা করতে হবে।


'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে বাংলাদেশে উচ্চমানের গবেষক তৈরি করতে চায়। কেননা দেশে-বিদেশে এ বিশ্ববিদ্যালয়কে তুলে ধরতে গবেষণার বিকল্প নেই। গবেষণার সুযোগ সৃষ্টির জন্য যা যা করণীয় সবই আমরা করবো।'


গবেষণা সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) ও ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, সম্মানিত রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষা এর আরও খবর: